Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুদ্ধবিরতি নেতানিয়াহুর পরাজয়, ফিলিস্তিনিদের বিজয়: হামাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২১, ০৫:৫৪ AM
আপডেট: ২১ মে ২০২১, ০৫:৫৪ AM

bdmorning Image Preview


গাজায় ১১ দিনের হামলা শেষে বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধবিরতির অনুমোদনকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরাজয় বলে উল্লেখ করেছে হামাস।

বার্তা সংস্থা এপিকে হামাসের এক নেতা বলেছেন, এই যুদ্ধবিরতি ফিলিস্তিনি জনগণের বিজয়, অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরাজয়।

হামাস নেতা আলী বারেক বলেছেন, যুদ্ধবিরতির বিস্তারিত চূড়ান্ত না হওয়া পর্যন্ত সতর্ক থাকবে হামাস।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে অগ্রণী ভূমিকা পালন করেছে মিসর, কাতার ও জাতিসংঘ।

গত ১০ মে থেকে ২০ মে গাজায় বোমা হামলা ও গোলাবর্ষণ করে ইসরায়েল। এতে ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৫টি শিশু রয়েছে। এছাড়া হামাসের রকেটে ১২ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের ভয়াবহ হামলায় বহু বাণিজ্যিক ও আবাসিক ভবন ধ্বংস হয়েছে। বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা ও আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতির অনুমোদন দেয়।

Bootstrap Image Preview