Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

করোনায় বিশ্বে একদিনে ৯৮৬০ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২১, ০২:১২ PM
আপডেট: ১৭ মে ২০২১, ০২:১২ PM

bdmorning Image Preview


বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। এখন পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৩৭ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ৩৩ লাখ ৯২ হাজারের বেশি।

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্বাধিক ৪ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে ভারতে। একইসময়ে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৩৮ হাজার ১১১ জনের।

করোনাভাইরাসের হালনাগাদ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ি, রবিবার (১৬মে) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৬৭২ জন ছাড়িয়েছে ও মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩৩ লাখ ৯৩ হাজার ২২৬ জনে। তাছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৩৩ লাখ ২২ হাজার ৭৭ জন।

করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। অঞ্চলভিত্তিক হিসেবে বিশ্বে করোনার সবচেয়ে ভয়াবহ সংক্রমণের শিকার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলো।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত সনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৯৫১ জন। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৯ জন। দেশটিতে মোট মারা গেছেন ৬ লাখ ১৪৭ জন।

এদিকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। ব্রাজিলে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৪৭৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৮২৩ জন। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৭১ জন।

ভারত আছে তৃতীয় অবস্থানে। ভারতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৯২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮১ হাজার ৮৬০ জন। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৯২ জন।

Bootstrap Image Preview