Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ের দুই বছর পর পোশাক শ্রমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২১, ০৬:০৭ AM
আপডেট: ১৩ মে ২০২১, ০৬:০৭ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের ভালুকায় বিয়ের দুই বছর পর স্ত্রীর দেওয়া ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন পোশাক শ্রমিক মো. রাকিব মিয়া (২৩)। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রাকিব মিয়া উপজেলা বাদে পুরুড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

মঙ্গলবার (১১ মে) রাতে তার স্ত্রী রাকিব মিয়াকে আসামি করে মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম মামলা বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১২ মে) সকালে ওই গার্মেন্টস কর্মীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, একসঙ্গে গার্মেন্টসে কাজ করার সুবাদে প্রায় চার বছর আগে রাকিবের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর প্রেম করার পর রাকিব নিজ বাড়িতে নিয়ে কাজী ডেকে তার সঙ্গে বিয়ে করেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এ অবস্থায় রাকিবকে তাদের নিজ বাড়িতে নিতে বলেন ওই গার্মেন্টস কর্মী। তবে রাকিব তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিতে না চাইলে তিনি মামলা করেন।

Bootstrap Image Preview