Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সব রেকর্ড ভেঙে ভারতে দিনে ৪২০৫ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২১, ১১:১৪ AM
আপডেট: ১২ মে ২০২১, ১১:১৪ AM

bdmorning Image Preview


কোভিড-১৯ মহামারিতে বিধ্বস্ত ভারত। লাশের সারি বড় হতে হতে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২০৫ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড প্রাণহানি।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি।

ভারতে নতুন করে রেকর্ড করা মৃত্যুতে মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ১৯৭ জনে।

গত তিন দিন ধরে দেশটিতে শনাক্ত কমেছে। আগের টানা পাঁচ দিন ভারতে চার লাখের বেশি করে রোগী শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে তিন লাখ ৪৮ হাজার ৪২১ জন। যা আগের দিনের থেকে কিছুটা বেশি।

ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ মানুষের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।

গত কয়েক দিনে ভারতে করোনা আক্রান্তের হার বাড়লেও শেষ ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে।

২৪ ঘণ্টায় এই হার ১৭ দশমিক ৫৬ শতাংশ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির ৭৩৪ জেলার মধ্যে ৬৪০টি জেলায় পাঁচ শতাংশের বেশি করে করোনা শনাক্ত হয়েছে। এসব জেলার অনেকগুলোই আবার উচ্চ সংক্রমণ ঝুঁকিতে রয়েছে।

ভারতে এখন যে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সেটাকে ডাবল মিউট্যান্ট বলছেন বিজ্ঞানীরা। যা প্রথম পাওয়া গেছে গত বছরের অক্টোবরে।

এরই মধ্যে ভ্যারিয়েন্টটি বিশ্বের অন্তত ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই দেখা দিতে থাকে অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে দেশটির অনেক হাসপাতালে প্রায় প্রতিদিনও ঘটছে করোনা রোগীর মৃত্যুর ঘটনা।

সর্বশেষ মঙ্গলবারও অন্ধ্রপ্রদেশে একটি হাসপাতালে অক্সিজেন সংকটে মারা গেছে অন্তত ১১ রোগী।

Bootstrap Image Preview