Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘ভালো চিকিৎসা হলে আমিও বেঁচে যেতাম’ লিখে অভিনেতার মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২১, ০১:২৭ PM
আপডেট: ১০ মে ২০২১, ০১:২৭ PM

bdmorning Image Preview


করোনার সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজিত হলেন অভিনেতা রাহুল বোহরা। রোববার রাহুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নাট্য পরিচালক অরবিন্দ গৌর।

তবে মৃত্যুর আগে রাহুল শনিবার ফেসবুকে মর্মস্পর্শী একটি পোস্ট করেছেন। সেখানে ফের প্রশ্নের মুখে পড়ল সমগ্র দেশের স্বাস্থ্য পরিকাঠামো।

রাহুল তার শেষ ফেসবুক পোস্টে হিন্দিতে লিখেছেন, ‘আমি যদি ভালো চিকিৎসা পেতাম তাহলে আমিও বেঁচে যেতাম, তোমাদের রাহুল বোহরা।’

একইসঙ্গে পুনরায় এই পৃথিবীতে ফিরে আসার আশা নিয়ে তিনি লিখেছেন, ‘শীঘ্রই আবার জন্ম নেব এবং ভালো কাজ করব। তবে এবার আমি আমার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছি।’

ভারতীয় গণমাধ্যমের খবর, উত্তরাখণ্ডের বাসিন্দা রাহুল বোহরার ডিজিটাল প্ল্যাটফর্মের পরিচিত মুখ। গত কয়েকদিন ধরেই তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। সম্প্রতি তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। দিল্লিতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু করোনার সঙ্গে লড়াই চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হলেন ডিজিটাল প্ল্যাটফর্মে সকলের মন জিতে আসা রাহুল। মাত্র ৩৫ বছর বয়সেই মৃত্যু হলো তার।

বাঁচার আকুতি জানিয়ে রাহুলের ফেসবুক পোস্ট শনিবারই প্রথম নয়। গত সপ্তাহেও নিজের জন্য হাসপাতালের অক্সিজেন বেড চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন রাহুল। হিন্দিতে তিনি লিখেছিলেন, ‘আমি কোভিড পজিটিভ। হাসপাতালে ভর্তি। কিন্তু গত চারদিন ধরে অবস্থার কোনো উন্নতি হয়নি। এমন কোনো হাসপাতাল আছে যেখানে অক্সিজেন-বেড পাওয়া যাবে? কেননা আমার শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমে কমছে। আর কেউ দেখারও নেই।’

এরপর হ্যাশট্যাগ দিয়ে রাহুল আরও লেখেন, ‘দিল্লি থেকে বাধ্য হয়ে খুব অসহায় হয়ে এই পোস্ট করছি। কেননা আমার পরিবার কিচ্ছু করতে পারছে না।’

Bootstrap Image Preview