Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিক্ষোভের মুখে বাড়ানো হলো ঈদের ছুটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২১, ০১:১০ PM
আপডেট: ১০ মে ২০২১, ০১:১০ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


গাজীপুরের হোতাপাড়ায় গার্মেন্টস কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে ঈদের ছুটি বাড়ালো কর্তৃপক্ষ।

রোববার (৯ মে) বিকেলের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পলমল গ্রুপের সাফা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের দাবি পুনর্বিবেচনা করে তাৎক্ষণিক ছুটি বাড়ানোর কথা ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গেছে, হোতাপাড়ায় পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানায় ঈদ উপলক্ষে ৭ দিনের ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা হলে বাধে বিপত্তি। ৩ দিনের ছুটি বাড়ানো নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বাইরে নেমে আসে। এর পরে কর্তৃপক্ষ দাবি মানলে অবরোধ তুলে নেয়া হয় তারা।

সাফা সোয়েটার কারখানার জেনারেল ম্যানেজার নুরশেদ আলম বলেন, প্রচুর কাজের চাপ রয়েছে আমাদের কারখানায়। এ কারণে ঈদে শ্রমিকদের ৭ দিনের ছুটি দিয়েছিল কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের বিষয়ে যেহেতু শ্রমিকরা আপত্তি জানিয়েছে। তাই আমরা তাদের দাবি মেনে নিয়েছি।

এদিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সংবাদ পেয়ে ফোর্স সহকারে সাফা সোয়েটারসে এসে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনা নিয়ন্ত্রণ করেন।

Bootstrap Image Preview