Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চীনের নিয়ন্ত্রণহীন সেই রকেট পড়ার ভিডিও প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২১, ০৫:১৬ PM
আপডেট: ০৯ মে ২০২১, ০৫:১৬ PM

bdmorning Image Preview


চীনের লং মার্চ-৫বি ওয়াই২ রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীতে ফিরে এসেছে। রোববার (৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে সেটি ভারত মহাসাগরের আরব সাগরের অংশে আছড়ে পড়ে।

রোববার (০৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে আগুনে জ্বলতে থাকা রকেটটির ধ্বংসাবশেষ যখন মালদ্বীপের ওপর দিয়ে সমুদ্রে পড়ে, সমুদ্র তীরবর্তী দেশগুলো থেকে অনেকেই সেই দৃশ্যটি দেখতে পেয়েছেন। 

আরব সাগরের তীরবর্তী দেশ ওমান থেকে চীনা রকেটের সাগরে পড়ার দৃশ্য ধারণ করেছেন এক ব্যক্তি। লুফি নামে টুইটারের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে রকেটটির ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়।

ওই টুইটে ভিডিওটি শেয়ার করার পাশাপাশি তিনি লিখেছেন, আকাশ থেকে পড়ছে চায়নিজ রকেট। 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়ে পড়ে। পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এক লাখেরও বেশিবার দেখা হয়েছে। 


 

Bootstrap Image Preview