Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪১৩৩ জনের প্রাণহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২১, ১১:০৬ AM
আপডেট: ০৯ মে ২০২১, ১১:০৬ AM

bdmorning Image Preview


মহামারির শুরু থেকে হিসেব করলে শনিবার ভারতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক ৪ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজার ৩৯৮ জনের।

একইসময়ে আক্রান্ত হয়েছে আরও ৪ লাখ ৯ হাজার ৩০০ জন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯১১ জনে পৌঁছালো। 

শনিবার (৮ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা যায়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার পর্যন্ত ভারতে টানা ১১ দিনে গড়ে ৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার থেকে এই পরিসংখ্যান ৪ হাজার ছাড়িয়ে যায়।

বর্তমানে ভারতে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭ লাখের বেশি। ফ্যাটালিটি রেট ১.০৯ শতাংশ। দ্রুত বাড়ছে সংক্রমণ। জাতীয় রিকভারি রেট কমেছে। বর্তমানে ভারতে করোনায় রিকভারি রেট ৮১.৯৫ শতাংশ।

পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গেও তুঙ্গে করোনা সংক্রমণ। মূলত গুজরাট, দিল্লি ও মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে বাড়ছে।

ভারতে গত বছরের তুলনায় বহুগুন বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে দেশটিতে। সবচেয়ে বেশি সংক্রমণ

Bootstrap Image Preview