Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কদরের রাতে আল-আকসায় মুসল্লিদের ওপর হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২১, ১০:২৩ AM
আপডেট: ০৯ মে ২০২১, ১০:২৩ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নির্যাতন অব্যাহত রয়েছে। দ্বিতীয় রাতের মতো আল-আকসা মসজিদে মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০৫ জন ফিলিস্তিনি।

শুক্রবার জুমাতুল বিদার পর থেকেই ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ করা হয় পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে।

ইফতারের পর লাইলাতুল কদর সন্ধানে নামাজ আদায়ের জন্য আল আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। এ সময়ই তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ।

নামাজরতদের লক্ষ্য করে গুলিও চালায় ইসরায়েলি সেনারা। মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয় অনেককে। ছোড়া হয় টিয়ার শেল। বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকও করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview