Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনা মোকাবিলায় শুধু টিকা নয়, এবার মিলবে খাওয়ার ওষুধও!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২১, ০৬:৩৪ PM
আপডেট: ০৮ মে ২০২১, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


এখন থেকে খাওয়ার ওষুধও মিলবে করোনা-মোকাবিলায়! খবরটি অনেকটা হাতে চাঁদে পেয়ে যাওয়ার মতো অবস্থা! হ্য়াঁ, সেই দিনও আর দূরে নয়। এবার হাতে আসতে চলেছে খাওয়ার ওষুধও। করোনায় দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এই অবস্থায় করোনারোগীদের জন্য ওষুধ প্রস্তুতের সবুজ সংকেত মিলল ভারতের তরফে। ওষুধ তৈরি করছে Defence Research and Development Organisation। জানা গিয়েছে, ওষুধটি প্যাকেটে মিলবে, যাকে শ্যাসে বলে। এটি জলে গুলে খেতে হবে। হায়দারাবাদ শহরের ডা। রেড্ডি ল্যাবরেটরি  এই ওষুধ প্রস্তুত করছে। এর নাম হতে চলেছে-- 2-deoxy-D-glucose (2-DG)।

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, একটি প্রয়োজনীয় ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল-এর পরে দেখা যায়, উক্ত ওষুধটিতে এমন গুণাগুণ রয়েছে, যা করোনা রোগীদের দ্রুত সেরে উঠতে সাহায্য করবে এবং তাঁদের অক্সিজেন নির্ভরতা কমাবে। শুধু তাই নয়, এই ওষুধ খাওয়ানোর পরে কোভিড রোগীদের পরীক্ষা করে দেখা গিয়েছে, অধিকাংশ রোগীর RT-PCR test Covid negative এসেছে। মে মাস থেকে অক্টোবরের মধ্যে দেশের ১১টি হাসপাতালে এই ওষুধের ট্রায়াল করা হয় এবং সন্তোষজনক ফল মেলে।

এই ওষুধ বাজারে মিললে তা করোনা চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে গণ্য হবে। এই মুহূর্তে ভারতে কোভিডরোগীর সংখ্যা চারহাজারের উপরে, অনেক রাজ্যেই লকডাউন। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি ওষুধ মেলে ততই ভাল।

Bootstrap Image Preview