Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আলেমদের জন্য কমিউনিস্ট পার্টির ঈদ উপহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২১, ০৫:১০ PM
আপডেট: ০৭ মে ২০২১, ০৫:১০ PM

bdmorning Image Preview


ঈদ উপলক্ষে ‘সম্মানিত আলেমদের’ জন্য উপহারসামগ্রী দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনার খালিশপুর থানা কমিটি। উপহারের মধ্যে আছে লাচ্ছা সেমাই, চিনি ও দুধ।

এর আগে দলটির পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন নেতারা। তারা বলেছেন, যাদের দেয়া হয়েছে, তারা ব্যক্তিগতভাবে তাদের পরিচিত। এটি কেন্দ্রীয় কোনো কর্মসূচি নয় যে সিদ্ধান্ত নিয়ে দিতে হবে।

সিপিবির পক্ষ থেকে এই ঈদ উপহার দেয়ার বিষয়টি নিয়ে ফেসবুকে নানা আলোচনা চলছে।

এই উপহার পাঠানোর উদ্যোক্তা সিপিবি খুলনা খালিশপুর থানা কমিটির সদস্য শ্রমিকনেতা এস এম চন্দনের।

তিনি জানান, পাঁচজন আলেমকে এই উপহার পাঠানো হয়েছে।

চন্দন বলেন, ‘যাদেরকে দিয়েছি তাদের অর্থনৈতিক অবস্থা আমরা জানি। কী অবস্থায় তাদের দিন যায় সেটাও জানি। তারা অন্য সবার মতো লাইনে দাঁড়াতে পারে না। তারা সমাজে সম্মানিত ব্যক্তি। এ জন্য তাদেরকে প্যাকেটে উপহার সামগ্রী লিখে দিয়েছি।’

ছবিটি চন্দন নিজেই ফেসবুকে পোস্ট করেছেন বলে জানান। তবে এ নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া বা বিতর্ক তৈরি হবে, সেটি তার ধারণায় ছিল না। বলেছেন, নিতান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে এই সহায়তা করা হয়েছে। সেখানে রাজনৈতিক কোনো চিন্তাভাবনা বা উদ্দেশ্য ছিল না।

তিনি বলেন, ‘এমন একটা মানবিক ব্যাপারকে যারা ধর্মীয় ও রাজনৈতিক রং মেশাতে চাচ্ছেন, তাদের নতুন কিছু বলার নেই।’

সিপিবি নেতা জানান, করোনাকাল ও ঈদ উপলক্ষে তারা খালিশপুর এলাকায় সাধ্যমতো সহায়তা বিতরণ করে আসছেন।

তিনি বলেন, ‘উপহার শুধু আলেমদের দিয়েছি তা তো নয়। ওই এলাকার বেশ কিছু পাটকল শ্রমিক, রিকশাচালকসহ বেশ কিছু মানুষকে আমরা এই উপহার দিয়েছে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিপিবির প্রেসিডিয়ামের সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, ‘এটি কেন্দ্রীয় কোনো কর্মসূচি নয়, স্থানীয় কর্মসূচি। স্থানীয় উদ্যোগ। এ নিয়ে আমাদের বলার কিছু নেই।’

Bootstrap Image Preview