Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈদ উপলক্ষে আন্তজেলা জেলা বাস বন্ধ, গণপরিবহন চলবে শহরে: স্বাস্থ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২১, ০১:৪৪ PM
আপডেট: ০৩ মে ২০২১, ০১:৪৪ PM

bdmorning Image Preview


স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে সারা দেশে বাসসহ গণপরিবহন চালুর দাবি উঠলেও আন্তজেলা বাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই সঙ্গে বলেন, শহরের মধ্যে খুলে দেয়া হবে গণপরিবহন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আন্তজেলা পরিবহন বন্ধ থাকবে। শহরের মধ্যে গাড়ি খুলে দেয়া হবে। নৌ পরিবহন বন্ধ থাকবে। সীমান্ত বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ দেয়া হয়েছে। আকাশ পরিবহন বন্ধ থাকবে।’

ঈদের কেনাকাটায় শপিংমল ও দোকানপাটে স্বাস্থ্যবিধি মানা না হলে এসব বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

‘দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে। যদি স্বাস্থ্যবিধি মানা না হয়, তবে বন্ধ করে দেয়া হবে। জরিমানা করা হবে। এসব সিদ্ধান্ত ঈদ পর্যন্ত নেয়া হয়েছে। সুপারিশগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তারপর অফিসিয়াল সিদ্ধান্ত আসবে।’

গণপরিবন চালুর পরিকল্পনা নিয়ে সোমবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে একই কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, ‘রাজধানীর মধ্যে গণপরিবহন চলতে পারে। কিন্তু জেলা থেকে জেলায় গণপরিবহন চলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। স্বাস্থ্যবিশেষজ্ঞদের সুপারিশে দেশে লকডাউন চলছে। এপ্রিল মাসে করোনা সংক্রমণ ও মৃত্যু বেশি থাকলেও এখন কিছুটা কমে আসছে। করোনা নিয়ন্ত্রণে আরও কিছুদিন গণপরিবহন চলাচল বন্ধ রাখতে হবে।’

দেশব্যাপী বাসসহ গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভের পরের দিনই এমন পরিকল্পনা আসছে সরকারের তরফ থেকে।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করতে রোববার ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়। মঙ্গলবারের মধ্যে এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত প্রত্যাশা করছেন শ্রমিকরা। এর মধ্যে গণপরিবহন চালু না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকনেতারা।

Bootstrap Image Preview