Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেরালা রাজ্য মাত্র একটি আসন পেলো মোদীর বিজেপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২১, ০৪:০৩ PM
আপডেট: ০২ মে ২০২১, ০৪:০৩ PM

bdmorning Image Preview


পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আরও তিন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, কেরালায় বামফ্রন্ট নেতৃত্বাধীন জোট, তামিলনাড়ুতে বিরোধী দল ডিএমকে নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। আসাম ও পদুচেরিতে সরকার গঠনের পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

দীর্ঘদিনের প্রথা ভেঙে কেরালায় ক্ষমতার প্রত্যাবর্তন ঘটতে চলেছে শাসক শিবিরের। সেখানে সিপিএমের নেতৃত্বধীন এলডিএফ জোট ফের জিততে চলেছে। কেরালার ১৪০টি আসনের মধ্যে বাম জোট ৮৭, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৪৯ এবং বিজেপি একটিতে এগিয়ে রয়েছে। কান্নুর জেলার ধর্মাদম আসনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এগিয়ে রয়েছেন।

বুথ ফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেখানে ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে জোট ১৩৬ এবং এআইএডিএমকে জোট ৯৬টিতে এগিয়ে রয়েছে। ১০ বছর ক্ষমতায় থাকার পরেও প্রয়াত জয়ললিতার দলের এই ফল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দৃশ্যত তার অভাব বোধ করছে দল।

উত্তর-পূর্বের রাজ্য আসামে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬টি আসনের মধ্যে বিজেপি, আসাম গণপরিষদ এবং বোড়ো জনগোষ্ঠীর দল ইউপিপিএল এগিয়ে ৮৫টিতে। কংগ্রেস, এআইইউডিএফ এবং বামেদের জোট ৫০টিতে।

ভোট গণনার প্রবণতা বলছে, পুদুচেরিতেও ক্ষমতা দখলের পথে এনডিএ জোট। প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর দল তথা এনআর কংগ্রেস এবং এডিএমকে-কে সঙ্গী করে কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩০টি আসনের মধ্যে ১২টিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস-ডিএমকে জোট এগিয়ে ৫টিতে।

Bootstrap Image Preview