Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিষেধাজ্ঞা অমান্য করে চলছিল কোচিং, ৪০ হাজার টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ০৪:১১ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০২১, ০৪:১১ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বগুড়ায় করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছিল কোচিং সেন্টার। প্রতিদিন প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীকে নিয়ে চলছিল ক্লাস। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের জলেশ্বরীতলা কালি মন্দিরের দক্ষিণে অরবিট কোচিং সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে ক্লাস চালু রাখায় অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং পরিচালনা করা হবে সেখানেই অভিযান চালানো হবে।

অরবিট কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থী বলেন, রোজার আগে থেকে শিক্ষকরা আমাদের ফোন দিয়ে জানান আবার ক্লাস শুরু হয়েছে। তাই আমরা আবার পড়তে আসছি। আমরা সকাল ৭টা থেকে পড়তে আসি।

Bootstrap Image Preview