Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২১ | ১৩ আশ্বিন ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদে রণবীরের ২১ কোটি রুপি লোকসান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৩:১৫ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০২১, ০৩:১৫ PM

bdmorning Image Preview


বলিউডের প্রাক্তন প্রেমিক জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। ২০১৬ সালে বিচ্ছেদের আগে প্রায় ৬ বছর একসঙ্গে ছিলেন তারা। কিন্তু হঠাৎ এক অজানা কারণে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

প্রেম চলাকালীন প্রেমিকার সঙ্গে থাকার জন্য বাবা-মা’র বাসা ছেড়ে মুম্বাইতে নতুন একটি বাসা নিয়েছিলেন রণবীর। বিশাল সেই বাড়ির ভাড়া অনুসারে ১৫ লক্ষ রুপির চুক্তি হয়েছিল। কিন্তু বাড়িটিতে থাকার জামানত স্বরূপ প্রায় ২১ কোটি রুপি দিয়েছিলেন বলিউডের এই চকলেট বয়। শুধু তাই নয় বাড়িটিতে থাকার জন্য ফার্নিচারসহ আরো নানা জিনিসপত্র কিনেছিলেন তিনি।

তবে ২০১৬ সালে বিচ্ছেদের পর আর একসঙ্গে দেখা যায়নি রণবীর-ক্যাটরিনাকে। বাসা ভাড়ার চুক্তির টাকাও ফেরত পাননি রণবীর। এমনকি ওই বাসার ফার্নিচারও আনতে যাননি তিনি।

প্রসঙ্গত, বর্তমানে বলিউডের আরেক তারকা অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে তাদের। এদিকে ক্যাটরিনার সঙ্গে ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন শোনা যায়।

Bootstrap Image Preview