Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপনে শিশুদের তথ্য ব্যবহারের দায়ে টিকটকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ০৩:৩০ PM
আপডেট: ২১ এপ্রিল ২০২১, ০৩:৩০ PM

bdmorning Image Preview


শিশুদের তথ্য সংগ্রহ করে ব্যবহার করার দায়ে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইংল্যান্ডের প্রাক্তন শিশু কমিশনার অ্যানে লংফিল্ড। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের লাখ লাখ শিশু এই অভিযোগ করেছে।

 অভিযোগ প্রমাণ হলে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রত্যেককে কয়েক হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেবে টিকটক। এদিকে টিকটক বলছে, ঘটনাটি ভিত্তিহীন ও তারা এর বিরুদ্ধে মামলা করবে।

আইনজীবীরা অভিযোগ করেছেন, শিশুদের সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর, ভিডিও, সঠিক অবস্থান এবং বায়োমেট্রিক ডেটা নিয়ে নিচ্ছে টিকটক। এর প্রতিক্রিয়া হিসেবে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, গোপনীয়তা আর নিরাপত্তা টিকটটের প্রথম প্রাধান্য, আমরা আমাদের নীতি প্রক্রিয়া এমভাবে শক্তিশালী করেছি যা সবার সাহায্য করে।

বিশ্বজুড়ে টিকটকের ৮০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। যেসব শিশুরা ২০১৮ সালের ২৫ মে থেকে টিকটক ব্যবহার করছে, তাদের পক্ষ থেকে টিকটকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

টিকটকের বিরুদ্ধে এটিই প্রথম কোনো অভিযোগ দায়েরের ঘটনা নয়। ২০১৯ সালে শিশুদের তথ্য অপব্যহারের দায়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন টিকটককে ৫৭ লাখ ডলার জরিমানা করে। 

Bootstrap Image Preview