Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সূর্যের আলোর সঙ্গে করোনায় মৃত্যুর সম্পর্ক পেলেন গবেষকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ১২:২৪ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০২১, ১২:২৪ PM

bdmorning Image Preview


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার কম হওয়ার পেছনে সূর্যের আলোর সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন একদল গবেষক। ওই গবেষকদের দাবি, যেখানে সূর্যের আলোর অতি বেগুনি রশ্মি বেশি পড়ে, সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার কম।

জানা গেছে, যুক্তরাজ্যের এডিনবার্গ ইউনিভার্সিটির একদল গবেষক এ ব্যাপারে গবেষণা করেছেন। তারা গবেষণায় দেখেছেন, যেসব অঞ্চলে সূর্যের অতিবেগুনি রশ্মি ৯৫ শতাংশ পর্যন্ত পৌঁছায়, সেসব এলাকায় মৃত্যুহার কম। আর যেখানে অতিবেগুনি রশ্মি কম পৌঁছায় সেখানে মৃত্যুহার বেশি।

এডিনবার্গ ইউনিভার্সিটির ওই গবেষকরা বলেছেন, ভিটামিন ডি নয়, সূর্যের অতিবেগুনি রশ্মির কারণেই বিভিন্ন অঞ্চলে মৃত্যুহার কম। এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজিতে।

জানা গেছে, এই গবেষক দল ২০২০ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় আড়াই হাজার স্থানের কোথায় কতটা অতিবেগুনি রশ্মি থাকে সেটি খতিয়ে দেখেছেন। আর সেই সঙ্গে ওই সব এলাকায় করোনার প্রকোপ কতটা, সেই পরিসংখ্যানও বিশ্লেষণ করেছেন। গবেষণা থেকেই তাদের কাছে স্পষ্ট হয়েছে, যেসব অঞ্চলে সর্বাধিক ৯৫ শতাংশ পর্যন্ত অতিবেগুনি রশ্মি পৌঁছায়, সেখানে মৃত্যুহার তুলনামূলকভাবে অনেক কম।

গবেষকরা এ-ও দেখেছেন, যেসব অঞ্চলে অতিবেগুনি রশ্মি ততটা প্রকট নয়, সেখানেই করোনায় মৃত্যুর হার বেশি। ইংল্যান্ডের পাশাপাশি ইতালিতেও একই রকম পরীক্ষা চালিয়ে একই ধরনের ফল পেয়েছেন তারা।
সূত্র : মেডিক্যাল ব্রিফ

Bootstrap Image Preview