Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কবরীর মৃত্যুর কারণ জানালেন ডা. ফারুক আহমেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০৩:২৩ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০২১, ০৩:২৩ PM

bdmorning Image Preview


ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

কবরীর মৃত্যুর কারণ জানিয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে ফুসফুসে শতভাগ সংক্রমণ ছড়িয়ে পড়ায় মারা গেছেন কবরী।

তিনি আরও বলেন, ‘তাকে (কবরী) যখন প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তার ফুসফুসের ৬৪ শতাংশ সংক্রমিত ছিল। আমাদের এখানে ভর্তি হওয়ার পর পোর্টেবল এক্স-রে দিয়ে আমরা পরীক্ষা করি। এ সময় তার ফুসফুসের শতভাগ সংক্রমিত ছিল। এই সংক্রমণের ফলেই তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরের পর থেকে ওনার ব্লাড প্রেশার ও হার্ট রেটের পরিবর্তন হতে থাকে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় উনি অক্সিজেন মেইন্টেইন করতে পারছিলেন না।’

Bootstrap Image Preview