Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শুক্রবার, মে ২০২১ | ২৪ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

যে কারণে রাতেই হসপিটালে নেয়া হয়েছিলো খালেদা জিয়াকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১২:৫৪ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০২১, ১২:৫৪ PM

bdmorning Image Preview


সিটি স্ক্যান করতে করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়।

এর আগে গত রোববার (১১ এপ্রিল) করোনা ভাইরাস টেস্টে ফলাফল ‘পজিটিভ’ আসে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, বেগম জিয়ার করোনা আক্রান্ত হওয়ার আজ ৭ম দিন। তিনি এখন আক্রান্তের দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করছেন। এমন পরিস্থিতে ওনার সিটি স্ক্যান করে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

কোভিডের দ্বিতীয় সপ্তাহকে ক্রিটিক্যাল উল্লেখ করে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘উনার (খালেদা জিয়া) নতুন যে একটুখানি উপসর্গ দেখা দিয়েছে, সেটা হলো গতকাল (বুধবার) রাতে ‘একটু জ্বর’ উঠেছিল। সেটা থার্মোমিটারে ১০০-এর মতো ছিল। আজ সকালেও উনার একবারের মতো একটু জ্বর উঠেছে। সেটা থার্মোমিটারে ১০০ ছুঁয়েছে। এই জ্বর কিছুক্ষণ ছিল।’

তিনি বলেন, ‘আমরা সবাই অসকালটেন্ট পরে আসছি। এই মাত্র উনার চেস্ট পরীক্ষা করেছি। যেহেতু চেস্ট ক্লিয়ার আছে। আমরা মনে করছি— উনি ভালো স্টেবল আছেন।’

ডায়াবেটিস ও আর্থাইটিসের অবস্থা সম্পর্কে ডা. সিদ্দিকী বলেন, ‘ডায়াবেটিসের ব্লাড সুগার এখন খুব ভালো কন্ট্রোলে আছে। আমরা প্রতিদিন ব্লাড সুগার তিনবার মনিটর করছি। সেই অনুযায়ী আমরা ট্যাবলেট ও ইনস্যুলিন দিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করছি। আর্থাইটিসের উনার ফিজিওথেরাপি চলছে। আরও যেসব চিকিৎসা দরকার, সেগুলোও সবই চলছে।’

তিনি বলেন, ‘উনার (খালেদা জিয়া) কোভিড সংক্রান্ত মানসিক অবস্থা ভালো। উনি মানসিকভাবে বেশ স্টেবল আছেন এবং যথেষ্ট ভালো আছেন।’

ডা. এফ এম সিদ্দিকী জানান, লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত পর্যবেক্ষণ টিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে খালেদা জিয়ার চিকিৎসা করা হচ্ছে।

Bootstrap Image Preview