Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শুক্রবার, মে ২০২১ | ২৪ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

সুপার শপ থেকে কেনা লেটুস পাতার প্যাকেটে জ্যান্ত সাপ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ০৪:০০ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০২১, ০৪:০০ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


এই লকডাউনে অনলাইন শপ বা ডিপার্টমেন্টাল স্টোরেই বেশি কেনাবেচা চলছে। ক্রেতারা সহজে ও দ্রুত পণ্য পেতেই মাধ্যমগুলো ব্যবহার করছে। কিন্তু এসব মাধ্যম থেকে প্যাকেটজাত পণ্যে বিভিন্ন সময়ে কীটপতঙ্গ পাওয়ার অনেক অভিযোগ শোনা গেলেও এবার একেবারে জ্যান্ত সাপ পাওয়া গেল লেটুস পাতার প্যাকেটে।

জানা যায়, ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে অস্ট্রলিয়ার সিডনিতে বিখ্যাত অলডি গ্রোসারি স্টোরে। লেসলি কুন নামের এক নারী প্যাকেটজাত লেটুস পাতা কিনে বাসায় ফিরেছিলেন, কিন্তু হঠাৎ লেসলির ছেলে অ্যালেক্সান্ডার হোয়াইট সেই প্যাকেট নেড়েচেড়ে দেখতেই চমকে ওঠে। তারা লক্ষ্য করে দেখেন ভেতরে ঘুরে বেড়াচ্ছে ফ্যাকাসে মাথার এক বাচ্চা সাপ!

লেটুস পাতার প্যাকেটের ভেতরের সেই সাপের ছবি লেসলি ফেসবুকে প্রকাশ করেছেন। যা ইতোমধ্যেই বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। এটি অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ বলে জানিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যম।

এ ঘটনার পর সবজিজাতীয় খাদ্যপণ্যের প্যাকেট খোলার আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লিসলি।

Bootstrap Image Preview