Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চোর সন্দেহে যুবককে মধ্যযুগীয় কায়দায় পিটালেন এলাকাবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১২:৪৩ PM
আপডেট: ১১ এপ্রিল ২০২১, ১২:৪৩ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


নরসিংদী সদর উপজেলার মাধবদীতে চোর সন্দেহে এক যুবককে উৎসুক জনতার সামনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদী গ্রামে ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার সুমন (২৫) একই উপজেলার কাঁঠালিয়া আমতলা গ্রামের হাবিবুল্লার ছেলে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ডৌকাদী দীঘিরপাড় গ্রামে ব্যাটারি চালিত অটো চুরির প্রস্তুতি নিচ্ছেন সুমন। এমন সন্দেহ হলে তাকে ওই গ্রামের লোকজন গণধোলাই দেয়। পরে সুমনকে গুরুতর আহত অবস্থায় লোকালয়ের রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় ওই এলাকার লোকজন।

এ বিষয়ে হাসপাতালে সুমনের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রিকেট খেলা নিয়ে পুরানো একটা বিরোধ ছিল ওই এলাকার কয়েকজন যু্বকের সঙ্গে। শনিবার দুপুরে ওই এলাকায় একটি অটো গাড়িতে বসে মুঠোফোনে কথা বলছিল সুমন। হঠাৎ অটোর পিকাপে টান লেগে রাস্তার ঢালে চলে যায়। এতে জরিমানার ভয়ে দৌড়ে পালানোর সময় সুমনকে কয়েকজন যুবক পাকড়াও করে। পরে উৎসুক জনতার সামনে নাম না জানা চেহারা পরিচিত লোকজন একটি গাছে দড়ি দিয়ে বেঁধে সুমনকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

সুমনের বাবা হাবিবুল্লাহ জানান, এ ঘটনা শুনে কাঠাঁলিয়া গ্রামের কিছু লোক এগিয়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে পুলিশকে জানানোর জন্য স্থানীয় লোকজনদের বলা হয়েছিল। কিন্ত তারা পুলিশকে না জানিয়ে সুমনকে পিটিয়ে আহত করে।

মাধবদী থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি রাতে শুনেছি ও ভিডিও দেখেছি। এ বিষয়ে সুমনের পক্ষে কেউ থানায় অভিযোগ করতে আসেনি।

Bootstrap Image Preview