Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজার সমুদ্র সৈকতে একের পর এক কেন মারা যাচ্ছে তিমি তদন্ত চান স্থানীয়রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ০৬:৪৬ PM
আপডেট: ১০ এপ্রিল ২০২১, ০৬:৪৬ PM

bdmorning Image Preview


একরে পর এক মৃত তিমি ভেসে আসছে কক্সবাজার সমুদ্রসৈকতে। গতকাল শুক্রবার একটি মৃত তিমিটি ভেসে আসার পর, আজ শনিবার সমুদ্রসৈকতের হিমছড়ির দরিয়ানগর পয়েন্টে আরেকটি মৃত তিমি ভেসে এসেছে। তবে কেন এই তিমি মারা যাচ্ছে তার তদন্ত চান স্থানীয়রা।

প্রথম তিমিটি রাতে বালুচরে পুঁতে ফেলা হয়েছে আর দ্বিতীয় তিমিটি আজ সন্ধ্যা নাগাদ বালুচরে পুঁতে ফেলা হতে পারে বলে জানা গেছে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল হক জানান, আজকের তিমির আকার-আকৃতিও আগেরটার মতো। আগের তিমির পেটে আঘাতের চিহ্ন ছিল। আর এটির পিঠে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

দুইটা তিমির শরীর থেকেও নমুনা সংগ্রহ করে ময়নাতদন্ত করা হবে। তারপর বলা যাবে, তিমির মৃত্যুর কারণ কী বলে জানান মৎস্য গবেষকেরা।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (প্রশাসন) মো. আমিন আল পারভেজ জানান, সৈকতের হিমছড়ি এলাকায় যে দুইটি তিমিটি ভেসে এসেছে, তার আকারও একই রকম। জোয়ারের পানি নেমে গেলে ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হবে। 

সমুদ্রসৈকতের স্থানীয় জেলে রহিম শিকদার (৪৫) জানান, সমুদ্রে এখন মাছ ধরার কোনো নৌযান নেই। এরপরও কেন বড় বড় তিমি মারা যাচ্ছে। কি কারণে মারা যাচ্ছে তার তদন্ত দরকার বলে মনে করেন তিনি।

Bootstrap Image Preview