Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘গুম হওয়া’ যুবদলের নেতার লাশ উদ্ধার, ফখরুলের ক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ০৫:৩৬ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০২১, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


সরকারের দমন-নিপীড়নের ধারাবাহিকতায় পাবনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শেখকে কয়েক দিন আগে গুম করা হয় বলে অভিযোগ করে বিএনপি জানিয়েছে, সোমবার জনগণ তার লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন।

এ ছাড়া বিবৃতিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য হেলাল আহমেদ, হালিম ফকির এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ মেহেদী হাসানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার মানুষের মৌলিক মানবাধিকার হরণ করে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী দুঃশাসন অব্যাহত রেখে দেশকে গভীর সংকটে নিপতিত করেছে। বিএনপিসহ বিরোধী নেতা–কর্মীদের গুম, খুন ও অপহরণ, বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতনের মাত্রা এতটাই তীব্র মাত্রা ধারণ করেছে যে, দেশে যেন এখন জংলি শাসন কায়েম হয়েছে।

ফখরুল বলেন, সরকার অবৈধ ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য বিরোধী নেতা–কর্মীদের গুম ও হত্যার যে সংস্কৃতি চালু করেছে সেটির আরেকজন শিকার হলেন পাবনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শেখ। তাকে ৩১ মার্চ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বারংবার তার সন্ধানে সহযোগিতা করার আহ্বান জানানো হলেও তারা তা করেনি। গতকাল সোমবার স্থানীয় জনগণ তার লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, গত ৩১ মার্চ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য হেলাল আহমেদ ও হালিম ফকিরকে এবং গত রবিবার গভীর রাতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

তিনি অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদী তরুণ কণ্ঠকে নিস্তব্ধ করতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের গুম করে হত্যার সুদূরপ্রসারী নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে ভোটারবিহীন আওয়ামী সরকার।

বিএনপি মহাসচিব অবিলম্বে পাবনা জেলা যুবদল নেতা শাহজাহান শেখকে গুম-খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হেলাল আহমেদ, হালিম ফকির এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ মেহেদী হাসানসহ গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করেন বিএনপি মহাসচিব।

Bootstrap Image Preview