Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দিল্লিতে কারফিউ জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ০৪:৫১ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০২১, ০৪:৫১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দাপট বাড়ছে। এবার সংক্রমণ রোধে দিল্লিতে রাতে কারফিউ জারি করা হযেছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে। এ আদেশ কার্যকর থাকবে আসছে ৩০ এপ্রিল পর্যন্ত।

গতকাল সোমবার (৫ এপ্রিল) দিল্লিতে নতুন করে ৩ হাজার ৫৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩৬ জন এবং মারা যান ১৫ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য, করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৪৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৫৭৭ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার ২৭৯ জন।

গেলো সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, রাজধানীতে করোনার চতুর্থ ওয়েভ (স্রোত) আছড়ে পড়েছে। কিন্তু লকডাউন হবে না।

তিনি বলেছিলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা লকডাউনের বিষযে ভাবনাচিন্তা করছি না। আমি পরিস্থিতির ওপর নজর রাখছি। সার্বিকভাবে মানুষের সঙ্গে আলোচনার পর সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

সূত্র: এএনআই।

Bootstrap Image Preview