Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এক সপ্তাহ থাকতে হবে কোয়ারেন্টিনে, ভারতে পৌঁছে দোয়া চাইলেন মোস্তাফিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২১, ০৫:৪৩ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০২১, ০৫:৪৩ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডে প্রায় দেড় মাসের সফর শেষ করে রোববার সকালে দেশে ফিরে বাংলাদেশ দল। সফরে ছিল ৩টি করে ওয়ানডে ও টি-টোয়ন্টি ম্যাচ। যদিও বাংলাদেশ জিততে পারেনি কোনো ম্যাচে। তবে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফিরতি ফ্লাইট ধরেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। গন্তব্য ভারত। সঙ্গে করে নিয়ে যান স্ত্রীকেও।

মোস্তাফিজের আগে ভারত পৌঁছান সতীর্থ সাকিব আল হাসান। সাকিব এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মোস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে।

সাকিব দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন রোববার। একই দিনে মোস্তাফিজ পৌঁছান টিম হোটেলে। পৌঁছে মোস্তাফিজ জানান, ভারতে নিরাপদেই পৌঁছেছি। আমার জন্য দোয়া করবেন সবাই।

এদিকে তার দল টুইটে জানিয়েছে, ‘সোমবার সকালটা শুরু হলো মোস্তাফিজকে দিয়ে।’

তবে কোয়ারেন্টিনে এক সপ্তাহ থাকতে হবে মোস্তাফিজকে। যে কারণে প্রথম দুটি ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে দলটির অন্যতম পেসার জফরা আর্চারও অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন প্রথম কয়েকটি ম্যাচ থেকে।

২০১৬ আইপিএলে মোস্তাফিজের অভিষেক হয় সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে। সেবার ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হয়েছিলেন আসরের উদীয়মান সেরা খেলোয়াড়। তবে পরের মৌসুমে চোটের কারণে খেলেন মাত্র ১ ম্যাচ। এরপর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ৭ টি ম্যাচ খেললেও ৭ উইকেট নিয়ে হতাশ করেছিলেন দলকে।

Bootstrap Image Preview