Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আগ্নেয়গিরি দেখতে ভিড় করছেন পর্যটকরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ০২:৪৭ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০২১, ০২:৪৭ PM

bdmorning Image Preview


কাছ থেকে আগ্নেয়গিরির উত্তাপ ও সৌন্দর্য উভয়ই উপভোগ করতে পর্যটকরা ভিড় জমাচ্ছেন বিভিন্ন সক্রিয় আগ্নেয়গিরিতে। যে কোনো সময় এসব আগ্নেয়গিরি ধ্বংস হয়ে এর লাভা ছড়িয়ে পড়তে পারে দিগ্বিদিক।তবুও ভ্রুক্ষেপ নেই পর্যটকদের। ঝুঁকিপূর্ণ হওয়া স্বত্ত্বেও অ্যাডভেঞ্চারপ্রেমীরা ভিড় করছেন আগ্নেয়গিরির আশেপাশে। 

প্রায় ২০০০ সালের পর থেকে এবারই প্রথম আইসল্যান্ডের ফাগ্রাদালসফজাল আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত দেখতে কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছেন গিল্ডিংডালুর উপত্যকায়। ফটোগ্রাফার ক্রিস বার্কার্ড সেখানকার কিছু ছবি ক্যামেরাবন্দি করেছেন।

‘ভয়ঙ্কর সুন্দর’ বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্নেয়গিরির ভয়ঙ্কর সুন্দর রূপের ছবি ছড়িয়ে পড়েছে। তিনি নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে শুধু বলেছেন, ‘এটি মন্ত্রমুগ্ধকর ছিল’। গত দশক থেকেই আগ্নেয়গিরি পর্যটন বিকাশ লাভ করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ আরও উৎসাহিত হচ্ছেন জ্বলন্ত আগ্নেয়গিরি দেখার। মাউন্ট ভেসুভিয়াসের মতো কিংবদন্তি আগ্নেয়গিরিসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরিতে সবসময় পর্যটকদের ভিড় লেগেই থাকছে।যার মধ্যে ওয়াশিংটন রাজ্যের মাউন্ট রেইনিয়ার, ক্যালিফোর্নিয়ায় লাসেন পিক এবং ওয়াইমিংয়ের ইয়েলোস্টোন ক্যালডেরা অন্যতম।

Bootstrap Image Preview