Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, হাসপাতাল থেকে স্বামী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ০২:৪০ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০২১, ০২:৪০ PM

bdmorning Image Preview
নিহত ঝিলিক আলমের স্বামী সাকিবুল আলমকে হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে।


রাজধানীর হাতিরঝিলে আমবাগানের কাছে সড়ক বিভাজনে (ডিভাইডার) একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এরপর ওই গাড়ি থেকে আহত অবস্থায় ঝিলিক আলম (২৩) নামের  এক নারীকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যর্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব আলমকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে মধুবাগ আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. গোলাম কুদ্দুস বলেন, সকালে খবর পেয়ে আমবাগান এলাকায় গিয়ে দেখতে পাই একটি প্রাইভেট কার ফুটপাতে উঠে গেছে। প্রাইভেট কারটির চাকা পাংচার হয়ে ফুটপাতে যায়। সেসময় পেছনের সিটে শুয়ে থাকা অবস্থায় ওই নারীকে দেখতে পাই। সাকিব আলম জানান ওই নারী তার স্ত্রী এবং আহত হয়েছেন। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝিলিককে মৃত ঘোষণা করেন। তারা গুলশান-২’র একটি বাসায় থাকতেন।’

নিহতের স্বামী সাকিব আলম জানান, সকালে গুলশানের বাসা থেকে বের হলে হাতিরঝিল আমবাগান এলাকায় গাড়ির চাকা পাংচার হয়ে প্রাইভেটকারটি ফুটপাতে উঠে যায়। এতে জিলিকের মৃত্যু হয়। মিরপুরের এমপি মো. ইলিয়াস মোল্লা তার নানা হয় বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ তার স্বামী শাকিব আলমকে আটক করে থানায় নিয়ে গেছে।

Bootstrap Image Preview