Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শুক্রবার, মে ২০২১ | ২৪ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

যে কারণে বাবার পিস্তল নিজের বুকে ঠেকিয়ে গুলি করলেন মাহিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ১০:৫৯ AM
আপডেট: ০৩ এপ্রিল ২০২১, ১০:৫৯ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


চট্টগ্রামে বাবার সঙ্গে অভিমান করে নিজের বুকে গুলি চালিয়ে মুশফিকুল হক মাহিন নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে নগরীর আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিন খুলশী থানায় কর্মরত এসআই মহিন উদ্দিনের ছেলে।

আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেন বলেন, শুক্রবার জুমার নামাজের আগে পড়ালেখাসহ বিভিন্ন বিষয় নিয়ে ছেলেকে বকাঝকা করেন এসআই মহিন। এরপর তিনি মসজিদে চলে যান। বাবা যাওয়ার পর তার সরকারি পিস্তল বের করে নিজের বুকে গুলি চালান মাহিন।

ওসি আরো বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview