Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আরবে শত গল্প নিয়ে বঙ্গবন্ধু-বাংলাদেশ নামক স্মরণিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ১০:৫৮ AM
আপডেট: ০৩ এপ্রিল ২০২১, ১০:৫৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আরব আমিরাতে শত গল্প নিয়ে প্রকাশ করা হয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামক বিশেষ স্মরণিকা।

স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) রাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুবাইয়ের একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটি এ প্রকাশনার উৎসব আয়োজন করে।

করোনাকালীন নানা বিধিনিষেধের মধ্যে কাটছাঁট করে ইতিমধ্যে বেশ কয়েকটি বিলাসবহুল আয়োজন সম্পন্ন করে বাংলাদেশ মিশন ও বাংলাদেশ কমিউনিটি। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে শত পৃষ্ঠাজুড়ে শত গল্প নিয়ে প্রকাশ করা হয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামক বিশেষ স্মরণিকা।

প্রকাশনায় উঠে আসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারসহ অগ্রযাত্রার নানা কাহিনী। প্রকাশনায় স্থান পেয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, রাষ্ট্রদূত আবু জাফর, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, আবেদ খানসহ অনেক লেখকের লেখা।

এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আবু জাফর। প্রকাশনার নানা দিক তুলে ধরে বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামসহ কমিউনিটি নেতারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ, প্রকাশনা উৎসব কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল গনি চৌধুরী ও উৎসব কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর এবং কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আবু জাফর চৌধুরী।

Bootstrap Image Preview