Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শুক্রবার, মে ২০২১ | ২৪ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

সাকিবের বায়োপিক বানাবে বলিউড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০২:২৭ PM
আপডেট: ০২ এপ্রিল ২০২১, ০২:২৭ PM

bdmorning Image Preview


নানা অঙ্গনের অনেক তারকার জীবনই উঠে এসেছে সিনেমার পর্দায়। আর জীবনের গল্পটা যদি হয় ক্রিকেট তারকার তবে এই জীবনের গল্পটা যদি হয় ক্রিকেট তারকার তবে এই উপমহাদেশে দর্শকের অভাব হয় না।সেই প্রমাণ দেয় ভারতের আজহারউদ্দীন, মাহেন্দ্র সিং ধোনির,শচিন টেন্ডুলকার বায়োপিকের সাফল্য। 

এবার এই তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েও তৈরি হবে সিনেমা। সাকিব নিজেই এই তথ্য জানিয়েছেন গত ২০ মার্চ রাতে এক ফেসবুক লাইভে।শুধু তা-ই নয়, করোনার প্রভাব না থাকলে এতদিনে সিনেমাটির কাজও শুরু হয়ে যেত বলে জানান সাকিব। 

এদিকে বেশ কিছু সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ছবিটি বাংলাদেশ থেকে নয়, নির্মিত হবে মুম্বাই অর্থাৎ বলিউড থেকে। আন্তর্জাতিক মান বজায় রেখে এ ছবিটি নির্মাণ করবেন বলিউডেরই কোনো নামি পরিচালক। তবে সাকিবের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেতাকেই।

জানা গেছে, চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত হতে পারেন সাকিব নিজেও। আপাতত চলছে ছবিটির প্রস্তুতি। লেখা শুরু হয়েছে চিত্রনাট্য। এজন্য সাকিব আল হাসানের নানা তথ্য অনুসন্ধান করছে টিম।

ছবিতে মাগুরার ছেলে সাকিব আল হাসানের বিশ্বসেরা ক্রিকেটার হওয়ার গল্প ফুটে উঠবে। থাকবে নানা বাঁক ও উত্থান-পতনের গল্প।

Bootstrap Image Preview