Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী সহিংসতায় মেম্বার প্রার্থীর চাচা নিহত, আহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ১১:৪৭ AM
আপডেট: ০২ এপ্রিল ২০২১, ১১:৪৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বাগেরহাটের মোল্লাহাটে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনায় আসাদ শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছে। এসময় নারীসহ আরও ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাসন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আসাদ শেখ চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী মামুন শেখের চাচা।

পুলিশ জানায়, চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে শুরু হয়। এক পর্যায়ে কিবরিয়ার সমর্থকদের হামলায় প্রতিদ্বন্দি প্রার্থী মামুন শেখের চাচা নিহত ও উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়। এরপর পরই গোটা এলাকায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর ও হামলা করা হয় বাড়িঘরে। পুলিশ আহতদের উদ্ধার করে মোল্লাহাট ও গোপালগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে।

বাগেরহাটে অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ ঘটনাস্থল থেকে মোবাইলে জানান, সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার ও আহতের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview