Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোজা রাখায় ব্রিটেনে মুসলিমদের করোনায় মারা যাওয়ার হার কম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ১১:১৬ AM
আপডেট: ০২ এপ্রিল ২০২১, ১১:১৬ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


যুক্তরাজ্যে গত বছর মুসলিমদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুহার অন্য ধর্মাবলম্বীদের তুলনায় অনেক কম ছিল। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এর কারণ হচ্ছে রমজানের সময় রোজা রাখা।

জার্নাল অব গ্লোবাল হেলথে বৃহস্পতিবার এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোজা রাখা মুসলিমদের মধ্যে করোনায় মারা যাওয়ার হার অনেকটাই কম ছিল।

বিশ্বজুড়ে এক মাস ধরে রমজান মাসে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় সুবেহ সাদিক থেকে ধরে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন তারা।

যুক্তরাজ্যে ৩০ লাখের বেশি মুসলিম রয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ। এসব মুসলিমের অধিকাংশই আবার দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।

ওই গবেষণায় বলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে রমজানের সময় রোজা পালন করা ব্যক্তিদের ক্ষেত্রে করোনায় মৃত্যুর উল্লেখ্যযোগ্য প্রভাব ছিল না।

সেখানে বলা হয়েছে, যুক্তরাজ্যে সংখ্যালঘুদের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার কারণে তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল যে রমজানে করোনার সংক্রমণ বাড়তে পারে। কিন্তু তেমন কিছুই ঘটেনি।

এদিকে চলতি বছর রমজান মাস শুরু হতে আর প্রায় দুই সপ্তাহ রয়েছে। আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভর করে। সেক্ষেত্রে ভৌগোলিক কারণে বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাস শুরু হতে কয়েক ঘণ্টার হেরফের হতে পারে।

Bootstrap Image Preview