Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, এপ্রিল ২০২১ | ৩ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

আইএফআইসি ব্যাংকের নাম পরিবর্তন হচ্ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ১১:০৫ AM
আপডেট: ০২ এপ্রিল ২০২১, ১১:০৫ AM

bdmorning Image Preview


ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক-আইএফআইসি ব্যাংকের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানান।

ব্যাংকটির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে।

এদিকে তারা জানান, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর এই নাম পরিবর্তন করা হবে। নতুন নাম প্রস্তাব করা হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। আগামী ২৭ মে ব্যাংকটির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাম পরিবর্তনের বিষয়টি আলোচ্যসূচি হিসেবে উপস্থাপন করা হবে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৭০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৮ পয়সা।

Bootstrap Image Preview