Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘শর্ত সাপেক্ষে গণপরিবহনের ভাড়া সমন্বয় করেছে সরকার’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ০৯:১১ PM
আপডেট: ০১ এপ্রিল ২০২১, ০৯:১১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে সরকার জনস্বার্থে শর্ত সাপেক্ষে গণপরিবহনের ভাড়া সমন্বয় করেছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকালে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়কারী এবং নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিআরটিএ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণে ভাড়া সমন্বয় করে চালাতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, অনেকে সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। নিয়ম মেনে গণপরিবহণ চলতে হবে।

Bootstrap Image Preview