Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বোমার ভয় দেখিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ০৮:১০ PM
আপডেট: ০১ এপ্রিল ২০২১, ০৮:১০ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


চট্টগ্রাম ইপিজেড থানাধীন এলাকায় একটি বেসরকারি ব্যাংকে বোমার ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা করায় তারিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে নিয়ে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, তারিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার (৩১ মার্চ) বিকেলে তারিকুল ইসলাম ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করার চেষ্টা করে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে র‍্যাব, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

Bootstrap Image Preview