Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০৫:৩৫ PM
আপডেট: ৩১ মার্চ ২০২১, ০৫:৩৫ PM

bdmorning Image Preview


করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন)। নিষেধাজ্ঞায় বলা হয় আগামী দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলে রাইড শেয়ারিং করা যাবে না।

বুধবার (৩১ মার্চ) বিআরটিসি এ নিষেধাজ্ঞা দেয়।

চলতি বছরের মার্চ থেকে আবারো করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরিবহন খাত থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। গণপরিবহনের ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সংক্রমণের উচ্চ ঝুঁকির এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করা ও প্রয়োজনে বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আপাতত দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে।

 

Bootstrap Image Preview