Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আ.লীগ জনগণের দল: শিল্পমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০৮:৫৪ AM
আপডেট: ২৯ মার্চ ২০২১, ০৮:৫৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল। কোনো ক্যান্টনমেন্টে রাতের আঁধারে তৈরি দল নয়।

এটি কোনো বিচ্ছিন্নতাবাদী ও অস্ত্রবাজদের দলও নয়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।  

রোববার (২৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার মাঠে আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে প্রতিটি ধর্মের মানুষ সুন্দরভাবে তাদের ধর্ম পালন করছে। বাঙালির এ সাম্প্রদায়িক সম্প্রীতি একাত্তরের পরাজিত শক্তিরা বার বার নষ্ট করতে চেয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে তারা সফল হতে পারেনি।

ধর্মের নামে কোনো অরাজকতা মেনে নেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, আমরা মুসলমান। আমরা ধর্ম বিশ্বাস করি। এর অর্থ এটা নয় যে আমরা ধর্ম নিয়ে কারো হাতে জিম্বি হয়ে থাকব। বিশ্বের প্রতিটি মুসলমান দেশের সঙ্গে সরকারের সম্পর্ক রয়েছে। সরকার সারাদেশে ইসলাম ধর্মের বিকাশের জন্য মডেল মসজিদ নির্মাণ করছে। ধর্মের নামে সব কিছু বিনষ্ট করা মেনে নেওয়া হবে না। সরকার অত্যন্ত সহনশীলতা ও ধৈর্য্যের সঙ্গে সব কিছু মোকাবিলা করছে। আমাদের প্রতিটি নেতাকর্মী সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসাগরে বিরাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্বনেতারা বিস্ময় প্রকাশ করেছেন। বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়েছি।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা সহকারী ভূমি কমিশনার ইকবাল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবিসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত দু’দিনব্যাপী উন্নয়ন মেলার শেষ দিন রোববার প্রতিটি স্টল মন্ত্রী ঘুরে দেখেন। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ২০টি স্টল রয়েছে।  

Bootstrap Image Preview