Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৩ ঘণ্টার ব্যবধানে করোনায় মারা গেলেন বিএনপির ২ নেতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০৯:১৮ AM
আপডেট: ২১ মার্চ ২০২১, ০৯:১৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


করোনায় বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীর মৃত্যুর ১৩ ঘণ্টা পর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন দলটির আরেক নেতা খন্দকার আহাদ আহমেদ।

গতকাল শনিবার (২০ মার্চ) দিনগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

আহাদ আহমেদ গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য ও জি-নাইন এর সদস্য ছিলেন।

আহাদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে একইদিন শনিবার বেলা সোয়া ১১টার দিকে সিএমইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা রুহুল আলম চৌধুরী। তার মৃত্যুর শোক না কাটতেই আবার রাজনৈতিক সহকর্মীর মৃত্যুর খবর পেলেন বিএনপি নেতারা।

Bootstrap Image Preview