Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২ হাজার টাকার জন্য গৃহবধূকে গাছে বেঁধে পেটালো সুদখোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ১২:১২ PM
আপডেট: ১৯ মার্চ ২০২১, ১২:১২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নুর আয়েশা (২৭) নামের এক গৃহবধূ সুদের দুই হাজার টাকা দিতে না পারায় তাকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়ায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামি জহির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার গৃহবধূ নুর আয়েশা বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করেছেন।

গেলো বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে বলে জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি শওকত ওসমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার ২ নম্বর আসামি জহির আহমদকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

স্থানীয়রা জানিয়েছে, কয়েক মাস পূর্বে নুর আয়েশা স্বামীর চিকিৎসার জন্য শওকত ওসমানের কাছ থেকে সুদের ওপর চার হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে নুর আয়েশা সুদ ও আসলসহ শওকতকে আট হাজার টাকা পরিশোধ করেন। মঙ্গলবার দুপুরের শওকত ওসমান নুর আয়েশার কাছ থেকে আরো দুই হাজার টাকা দাবি করেন। তিনি (নুর আয়েশা) ওই টাকা বৃহস্পতিবার দেয়ার প্রতিশ্রুতি দিলেও তা মানতে রাজি হয়নি শওকত। এ কারণেই গৃহবধূকে শাড়ির আঁচল দিয়ে গাছের সঙ্গে বেঁধে চুল টেনে মারধর করেন। নির্যাতনের শিকার গৃহবধূ অভিযোগ না দেয়ায় বিষয়টি গোপন থাকে। তবে বুধবার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের।

নির্যাতনের শিকার গৃহবধূ চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফিালয়াকাটা এলাকার দিনমজুর আলী আহমদের স্ত্রী। এবং ঘটনার মূলহোতা শওকত ওসমান একই এলাকার জহির আহমদের ছেলে।

Bootstrap Image Preview