Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তৃণমূলকে একহাত দিলেন শ্রাবন্তী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০১:৪১ PM
আপডেট: ০৮ মার্চ ২০২১, ০১:৪১ PM

bdmorning Image Preview


টালিউডের প্রথমসারির তারকারা রাজনীতির রঙ গায়ে লাগিয়ে সেজে উঠছেন। আর সেই ধারাহিকতায় বিজেপিতে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ক’দিন আগেই তিনি দিলীপ ঘোষের উপস্থিতিতে হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা। এরপরই বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেত্রী।

বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পথ চলে দেশের জন্য কিছু করতে চান তিনি।

গতকাল রোববার (৭ মার্চ) বিজেপির সমাবেশ নিয়ে প্রথম থেকেই উচ্ছ্বসিত ছিলেন শ্রাবন্তী। এদিন সকালেই টুইট করে তৃণমূল কংগ্রেসকে একহাত দিয়েছেন তিনি।

টুইটারে শ্রাবন্তী লিখেছেন, ‘পিসি (মমতা ব্যানার্জি) ও ভাইপোর (অভিষেক ব্যানার্জি) রাজনীতির জন্য বেশিরভাগ নেতা, মন্ত্রী ও সমর্থকরা তৃণমূল থেকে বেরিয়ে আসছে। এরা দু’জন নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই শক্তি প্রয়োগ করে থাকে।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, হিরণ, মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি। এছাড়া নতুন করে বিজেপিতে যোগ দিয়েছেন পায়েল সরকার, যশ দাসগুপ্তসহ আরও অনেকে।

Bootstrap Image Preview