Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ভোটে জয়ী হলে মানুষের চাল চুরি, ডাল চুরিই করতে হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ০৮:০০ PM
আপডেট: ০৬ মার্চ ২০২১, ০৮:০০ PM

bdmorning Image Preview


বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছেন অসংখ্য তারকা। গেলো শুক্রবার (৫ মার্চ) দুপুরে কলকাতার কালীঘাটের বাড়ি থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন টালিউডের একঝাঁক তারকা।

এদিকে বিজেপিতে যোগ দেয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ তৃণমূলের তারকা প্রার্থীদের কটাক্ষ করে বলেন, ‘ভুল করেও যদি জয়ী হোন তাহলে মানুষের চাল চুরি, ডাল চুরিই করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেকোন পেশার মানুষ রাজনীতিতে যোগ দিতে পারেন। কিন্তু আমার যেসব অভিনেতা বন্ধুরা তৃণমূলে যোগ দিয়েছেন, তারা বোধহয় জানতেন না, ওই দলের নেতারা চাল চুরি, ডাল চুরি, কাটমানি এসব করেছেন। যদি জানতেন, তাহলে হয়তো যোগ দিতেন না।’

যাবতীয় জল্পনার ইতি টেনে শুক্রবার ২৯৪টির মধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তিনি নিজে প্রার্থী হয়েছেন। এছাড়া ১৪টি আসনে দেওয়া হয়েছে তারকা প্রার্থী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যে বিধানসভা কেন্দ্রগুলোতে তৃণমূল একটু বেশি মার্জিনে পিছিয়ে ছিল সেই আসনগুলোতেই তারকা প্রার্থী দিয়েছে রাজ্যের শাসকদল। বিধানসভা নির্বাচনে ফের জয় পেতে কি তারকাদের উপরই ভরসা করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রার্থীতালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলে এখন এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

মমতার উদ্দেশ্যে রুদ্রনীল বলেন, ‘২০১৭ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিনেত্রীই হয়ে উঠেছেন। অসুবিধার কী আছে! তিনি তো কবিতা লিখতেন।’

সূত্র: জি নিউজ

Bootstrap Image Preview