Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা ছিল রহস্যজনক: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ০৫:৩৬ PM
আপডেট: ০৪ মার্চ ২০২১, ০৫:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তিনি সেক্টর কমান্ডার ছিলেন বটে। কিন্তু ওই সময়ে তার ভূমিকা রহস্যজনক ছিল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান একটি সেক্টরের কমান্ডার আর ওনার স্ত্রী আর পুত্ররা একেবারে নতুন বউয়ের আদরে পাকিস্তানি ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছে। এটি কীভাবে সম্ভব?

তিনি বলেন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে থেকে শুরু করে এবং পরবর্তী সময়ে জিয়াউর রহমানের কর্মকা- সাক্ষ্য দেয়, আসলে তিনি মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের সহযোগী হিসেবে কাজ করেছেন।

Bootstrap Image Preview