Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, জানুয়ারী ২০২৬ | ৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অষ্টম শ্রেণী পাশ করেই ডাক্তার, রোগী দেখেন নিয়মিত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১২:৩৭ PM
আপডেট: ০২ মার্চ ২০২১, ১২:৩৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


দিনাজপুরের হিলি বাজারের মণ্ডল ফার্মেসিতে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। কিন্তু সে ডাক্তার নয়, অষ্টম শ্রেণী পাস। সেই ভুয়া ডাক্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং চেম্বার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে আট ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বাজার ও জালালপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-আলম এই জরিমানা করেন।

মোহাম্মদ নূর-আলম বলেন, বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ, এনার্জি ড্রিংকসে বাজার সয়লাব হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় সোমবার হিলি বাজারে ও জালালপুরে অভিযান পরিচালনা করে বেশ কিছু নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview