Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মশা মারতে ড্রোন ব্যবহার করবে ডিএনসিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১২:২৭ PM
আপডেট: ০২ মার্চ ২০২১, ১২:২৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


মশা মারতে ড্রোন ব্যবহার করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পরীক্ষামূলকভাবে রাজধানীর বনানী লেকে ড্রোন ব্যবহার করে মশার ওষুধ ছিটানো হয়েছে। একটি ড্রোনে ২০ লিটার ওষুধ বহনের সক্ষমতা রয়েছে। আর প্রতি মিনিটে ড্রোনটি দিয়ে ৫ লিটার মশার ওষুধ ছিটানো যাবে।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় খাল, ডোবা, নালা ও জলাশয়ে মশার মূল প্রজনন স্থল। তাই ড্রোন ব্যবহার করে এসব জায়গায় ওষুধ ছিটানো হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়েদুর রহমান বলেন, বড় জলাশয়ে মশা প্রজনন স্থল হলেও সেখানে মশার ওষুধ ছিটানো সম্ভব হয় না। তাই মশার ওষুধ, লার্ভিসাইড ছিটানোর জন্য ড্রোনের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি মাসের ৮ থেকে ১৬ মার্চ পর্যন্ত ড্রোন ব্যবহার করে মশার ওষুধ ছিটিয়ে ফলাফল দেখা হবে।

Bootstrap Image Preview