Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাছের পাতায় পাতায় আওয়ামী লীগঃ শামীম ওসমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১১:৩২ AM
আপডেট: ০২ মার্চ ২০২১, ১১:৩২ AM

bdmorning Image Preview


এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। এটা যদি রাজনীতির মধ্যে থাকে তবে ঠিক আছে, যদি প্রোফেশনালিজমের মধ্যে চলে যায়, তবে খুব মারাত্মক। আমি মনে করি, প্রোফেশনে যারা আছেন, তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পেশায় আপনি সাক্সেসফুল কি না। আপনার ব্যাকগ্রাউন্ড পরিচয় কি দ্যাটস নট এ কোশ্চেন। কিন্তু একটা প্রশ্ন দরকার, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিনা। কথাগুলো বলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে উল্লেখ করে শামীম ওসমান বলেন, এখানে যিনি উপস্থিত আছে, তিনি মন্ত্রী হিসেবে যে ব্যক্তিত্ব তা আমার কাছে খুব বড় ফ্যাক্টর না। কারণ বাংলাদেশে মন্ত্রী আসে মন্ত্রী যায়, এমপি আসে এমপি যায়। বড় বড় নেতা আসে। কিন্তু মুক্তিযুদ্ধের বীরপ্রতীক খেতাব যারা পায়, এর চেয়ে বড় পাওয়া আর কারও আছে বলে মনে হয় না। তিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। সেদিন তারা আমার বাবার মতো, ভাইদের মতো যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে, স্বাধীন বাংলাদেশের এমপি, স্বাধীন বাংলাদেশের পুলিশ। ওনারা যুদ্ধ না করলে, পুলিশের চাকরি তো দূরের কথা ঝাড়ুদারের চাকরিও পেতেন না। আর আমরা যে কি থাকতাম সন্দেহ আছে।

Bootstrap Image Preview