Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেসরকারি হাসপাতালে টিকা নিতে খরচ ২৫০ টাকার বেশি নয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:১৪ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতে সরকারি হাসপাতালের পাশাপাশি দেশের কোন কোন বেসরকারি হাসপাতালে করোনা টিকা পাওয়া যাবে তার তালিকা প্রকাশ করেছে দেশটির সরকার। একইসঙ্গে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বেসরকারি হাসপাতালগুলো প্রতি ডোজ টিকার জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নিতে পারবে। এর মধ্যে সার্ভিস চার্জ ১০০ টাকা ও টিকার জন্য ১৫০ টাকা। 

পশ্চিমবঙ্গসহ দেশটির আট রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে শনিবার বৈঠক করেন দেশটির মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা। বৈঠকে যে জেলাগুলোতে সংক্রমণের হার বেশি, সেখানে দ্রুত টিকাদান শুরুর নির্দেশ দিয়েছে কেন্দ্র।

সোমবার (১ মার্চ) থেকে ভারতের প্রাপ্তবয়স্ক ২৭ কোটি মানুষের টিকাদান শুরু হতে চলেছে।

দেশটিতে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কাররা টিকা পেয়েছেন বিনামূল্যে। ২৭ কোটি মানুষের মধ্যে যারা সরকারি হাসপাতাল থেকে টিকা নেবেন, তাদেরও কোনো খরচ হবে না। তবে বেসরকারি হাসপাতাল থেকে টাকা দিয়ে টিকা নিতে হবে।

এই সুযোগে বেসরকারি হাসপাতালগুলো যাতে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সে জন্য টিকার দাম বেঁধে দিয়েছে দেশটির কেন্দ্র সরকার।

Bootstrap Image Preview