Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুন্সিগঞ্জের জাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩২ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় 'হেনা ফিসিং নেট' নামে একটি জালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বিসিক শিল্প নগরীর ভেতরে এ ঘটনা ঘটে।

প্রায় দুই ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এসময় আবু ইউসুফ নামে ফায়ার সার্ভিসের একজন সদস্য চোখে আঘাতপ্রাপ্ত হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবু বক্কর জামান বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোর চারটা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। কারখানার বেশকিছু মালামাল নিরাপদে সরিয়ে নেওয়া গেছে। ভেতরে রাখা মালামাল, কাঁচামালে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

তিনি জানান, কর্মরত শ্রমিকরা তাৎক্ষণিক বের হয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, কারখানা থেকে কালো ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে আশেপাশের কারখানার শ্রমিকরাও বাইরে এসে পড়ে। তীব্রতা বেশি থাকায় স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা ব্যর্থ হন। আগুন লাগার ৪০-৪৫ মিনিট পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে।  

এদিকে, আগুনে কারখানাটির মেশিন ও জাল তৈরির কাচামালসহ ৬০ কোটি টাকার মালামাল পুড়েছে বলে দাবি করেছেন কারখানার ম্যানেজার চাঁন মিয়া।

Bootstrap Image Preview