Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৭৬ সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১১:২৩ AM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১১:২৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকাণ্ডে দেশটির ৭৬ নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রে প্রবেশের এ তালিকায় সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম নেই। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকাণ্ডে দেশটির ৭৬ নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রে প্রবেশের এ তালিকায় সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম নেই। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

প্রসঙ্গ, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে ২০১৮ সালের অক্টোবরে জামাল খাশোগিকে হত্যা করা হয়। অভিযোগ ওঠে সৌদির একটি কিলিং স্কোয়াড টিম যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত খাশোগি ২০১৮ সালের ২ অক্টোবর দুপুরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। তিনি দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে প্রয়োজনীয় কিছু নথিপত্রের জন্য সেখানে গিয়েছিলেন। কনস্যুলেটের ভেতর সৌদি এজেন্টদের একটি দল নৃশংসভাবে হত্যা করে। এই হত্যার ঘটনায় ৮ জন দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া তিনজনকে ২৪ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

Bootstrap Image Preview