Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানের ভাল্লুকের আক্রমণে আহত ২ জন চট্টগ্রাম এলেন হেলিকপ্টারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৩ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


সেনাবাহিনীর হেলিকপ্টারে বান্দরবানের দুর্গম পাহাড়ে ভাল্লুকের আক্রমণে আহত শিশুসহ ২ জনকে আনা হলো চট্টগ্রামে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জুম চাষের জন্য বান্দরবান সদর উপজেলার টঙ্কাবতী পাহাড়ে গেলে ভাল্লুকের আক্রমণের শিকার হন স্থানীয় পাড়া প্রধান ও তার পাঁচ বছরের নাতি। 

গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে, সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়। পরে হেলিকপ্টারে করে তাদের নিয়ে আসা হয় চট্টগ্রাম সেনা নিবাসে। সেখান থেকে তাদের নেয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। 

এরআগেও রাঙামাটির দুর্গম পাহাড় থেকে ভাল্লুকের আক্রমণের শিকার আরেক শিশুকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে আসে সেনাবাহিনী।

Bootstrap Image Preview