Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, এপ্রিল ২০২১ | ৩ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

এক টুইটে ১৫০০ কোটি ডলার হারালেন ইলন মাস্ক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:১১ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:১১ PM

bdmorning Image Preview


টুইটার অ্যাকাউন্ট থাকলেই আপনি টুইট করতে পারবেন। একটা টুইটে কী এমন আসে-যায়! অথচ টেসলা ও স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক এক টুইটের কারণে খুইয়েছেন এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার!

মাস্ক এক টুইটে জানিয়েছিলেন, ‘ক্রিপটোকারেন্সি বিটকয়েন ও তার ছোট প্রতিদ্বন্দ্বী ইথারের অতিমূল্যায়ণ করা হয়েছে।’ এর ফলে সোমবার টেসলার শেয়ারের দর ৮ দশমিক ৬ শতাংশ কমে গেছে।

কয়েক সপ্তাহ আগেই টেসলা জানিয়েছিলেন, ভবিষ্যত লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন ব্যবহৃত হবে। এমনকি দেড়শো কোটি মার্কিন ডলারের বিটকয়েন কিনেছে টেসলা। এতে ডিজিটাল মুদ্রায় আগ্রহ বেড়েছে মূল ধারার বিনিয়োগকারীদের মধ্যে।

এখন মার্কিন ধনকুবের এমন সময়ে এই মন্তব্য করেলেন, যখন ক্রিপ্টোকারেন্সির মূল্য নতুন রেকর্ড গড়েছে। প্রতি বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। এতে বিটকয়েনের সর্বমোট বাজার মূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টুইটের টেসলার শেয়ারের দর ৮ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ায় এখন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হচ্ছেন আমাজনের জেফ বোজেস। ব্লুমবার্গ বিলিয়নার্স ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ৫০০ শীর্ষ ধনীর মধ্যে এখন এক নম্বরে রয়েছেন আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বোজেস। তার সম্পদের মূল্য এখন ১৮৩ দশমিক চার বিলিয়ন ডলার। আর দ্বিতীয়তে নেমে আসা ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৮৩ দশমিক চার বিলিয়ন ডলার।

Bootstrap Image Preview